ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আসরাই বাংলাদেশ চাপটারের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ৯, ২০১৫
আসরাই বাংলাদেশ চাপটারের সম্মেলন ছবি : সংগৃহীত

ঢাকা: আমেরিকান সোসাইটি ফর হিটিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার্স (আসরাই) বাংলাদেশ চাপটারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আসরাইর প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে আসরাই বাংলাদেশ চাপটারের প্রেসিডেন্ট প্রকৌশলী মানস কুমার মিত্র, সাধারণ সম্পাদক জোসেফ ইউলিসিস ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাব-রিজিওনাল চেয়ার মোহাম্মদ আব্বাস সাজিদ বক্তব্য রাখেন।
 
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের শিল্পোন্নয়নে শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তির প্রসার জরুরি। অলাভজনক এ আন্তর্জাতিক সংগঠনটির মাধ্যমে বিশ্বে প্রায় ৫৪ হাজার কর্মী শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি নিয়ে কাজ করছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ৯, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।