ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাবের নতুন মহাব্যবস্থাপক রিয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ৯, ২০১৫
রাকাবের নতুন মহাব্যবস্থাপক রিয়াজ

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন রিয়াজ উদ্দিন মিয়া।

মঙ্গলবার (০৯ জুন) কর্মস্থলে যোগ দেন তিনি।

এর আগে সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

রিয়াজ বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে চাকরিজীবন শুরু করেন তিনি।

এর আগে রিয়াজ উদ্দিন শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জনকারী রিয়াজ ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।