ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভাটারা শাখা স্থানান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ৯, ২০১৫
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভাটারা শাখা স্থানান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শাহজাদপুরের প্রগতি সরণির কনফিডেন্স সেন্টারে স্থানান্তর করা হয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাটারা শাখা।

মঙ্গলবার (৯ জুন) প্রগতি সরণি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।



এসময় এ কে আজাদ বলেন, প্রগতি সরণিতে ব্যাংকের গ্রাহকদের উন্নতমানের সেবা ও শিল্প বাণিজ্যের প্রসারে ব্যাংকটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বলেন, গ্রাহকদের চাহিদার ভিত্তিতে আ‍রও উন্নতমানের সেবা দিতেই প্রগতি সরণিতে কার্যালয় স্থানান্তর করা হয়েছে।
   
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনূছ, পরিচালক আব্দুল হালিম ও মো. হারুন মিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।