ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনসিসি ব্যাংকের নতুন দুই ডিএমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ৯, ২০১৫
এনসিসি ব্যাংকের নতুন দুই ডিএমডি মো. ফজলুর রহমান ও আবু জাফর মো. সালেহ

ঢাকা: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি ব্যাংক) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন ব্যাংকের দুই সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট।

মো. ফজলুর রহমান ও আবু জাফর মো. সালেহ পদোন্নতি পেয়ে নতুন এ দায়িত্ব পেয়েছেন।



মঙ্গলবার (০৯ জুন) ব্যাংকের জনংসংযোগ বিভাগের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ফজলুর রহমানিএর আগে এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ক্রেডিট এডমিনিস্ট্রেশন, রিকভারি ও আইন বিভাগের দায়িত্ব পালন করতেন।

আর আবু জাফর মো. সালেহ ছিলেন কর্পোরেট ও বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান।

অর্থনীতিতে স্নাতকোত্তর ফজলুর রহমান ১৯৮৩ সালে পূবালী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং জীবন শুরু হয়। দীর্ঘ ৩২ বছরের তিনি ন্যাশনাল ব্যাংক এবং এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন।

আর আবু জাফর মো. সালেহ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভের পর প্রবেশনারি অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগ দেন।

২৯ বছরের সুদীর্ঘ ব্যাংকিং জীবনে তিনি এনসিসি ব্যাংক ছাড়াও ওয়ান ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং প্রাইম ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্পোরেট ব্যাংকিং, এফআইডি, মার্কেটিং, এসএমই ও রিটেইল ব্যাংকিং, মানবসম্পদ ও প্রশিক্ষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে এবং প্রধান শাখা ও কর্পোরেট শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।