ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুরু হলো চারদিনের রিহ্যাব সামার ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ৯, ২০১৫
শুরু হলো চারদিনের রিহ্যাব সামার ফেয়ার ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হলো চার দিনব্যাপী আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সামার ফেয়ার-২০১৫।

আগামী ১২ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত প্রতিদিন চলবে আবাসন খাতের এ মেলা।

তবে শেষদিন রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলার স্টলগুলো।
 
মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যায় বিআইসিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে মেলার উদ্বোধন করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এরপর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানসহ অন্য নেতারা।
 
মেলায় মোট ১২৬টি কোম্পানি তাদের স্টল নিয়েছে। এর মধ্যে ১০২টি সাধারণ স্টল। অবশিষ্ট ২৪টি মেটেরিয়ালস অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি।
 
রিহ্যাব ২০০১ সাল থেকে মেলার আয়োজন করে থাকে। তবে এবারের সামার ফেয়ার তাদের অষ্টম আয়োজন। আগামী ১৪ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।