ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ব্যাংকে নতুন দুই জিএম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ১০, ২০১৫
কৃষি ব্যাংকে নতুন দুই জিএম

ঢাকা: বিশিষ্ট ব্যাংকার মো. মালেক নেওয়াজ ও ড. মো. শাহজাহান গত ৮ জুন পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন।

মো. মালেক নেওয়াজ বর্তমান দায়িত্বের পূর্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।



তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি ব্যাংকিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণসহ চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ড. মো. শাহজাহান বর্তমান দায়িত্বের পূর্বে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৯৯৬ সালে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতিতে সম্মানসহ এমএসসি ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।