ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কিশোরগঞ্জে এসআইবিএলের ১০৫তম শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুন ১০, ২০১৫
কিশোরগঞ্জে এসআইবিএলের ১০৫তম শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১০৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে কিশোরগঞ্জ সদরের বড় বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান।
 
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল বাশার ভূঁইয়া এবং কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইবিএলের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।