ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সার্ক গভর্নরস সিম্পোজিয়াম শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুন ১১, ২০১৫
সার্ক গভর্নরস সিম্পোজিয়াম শুক্রবার

ঢাকা: সার্ক ফিন্যান্স গভর্নরস সিম্পোজিয়াম ও সার্ক ফিন্যান্স গ্রুপের ৩০তম বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ মে)।

ওইদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।



নেপাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. চিরঞ্জীবি নেপালের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখবেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে স‍ূর চৌধুরী।

এতে ভারত, পাকিস্তান, ইরান ও ভূটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ শ্রীলংকা, নেপাল, মায়ানমার ও আফগানিস্তানের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকের বিষয়টি ‍বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

তিনি বলেন, বর্তমান আর্ন্তজাতিক মুদ্রানীতি কিভাবে টেকসই প্রবৃদ্ধি ও আর্থিক খাত উভয়ের জন্য ঝুঁকির উৎস হতে না পারে তা নিয়ে আলোচনা হবে।

একই সঙ্গে আর্থিক খাতসহ সার্বিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকির মোকাবেলার বিভিন্ন নীতি ও কৌশলের বিষয়েও আলোকপাত করা হবে বৈঠকে।

এছাড়া শনিবার (১৩ জুন) সকালে একই হোটেলের গ্র্যান্ড বল রুমে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বোর্ড অব ডিরেক্টরস-এর ৪৪তম সভা অনুষ্ঠিত হবে বলেও জানান এ এফ এম আসাদুজ্জামান।   

এতে স্বাগত বক্তব্য রাখবেন- এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। সভায় পরবর্তী মেয়াদে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন এবং ২০১৬ সালের বোর্ড মিটিং এর স্থান নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।