ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অগ্রণী ব্যাংক ফরিদপুর সমিতির সভাপতি কাশেম, সম্পাদক আরবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
অগ্রণী ব্যাংক ফরিদপুর সমিতির সভাপতি কাশেম, সম্পাদক আরবর

ঢাকা: অগ্রণী ব্যাংক লিমিটেড বৃহত্তর ফরিদপুর অফিসার সমিতির (ঢাকা) কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে প্রধান কার্যালয়ের ভিজিলেন্স ডিভিশনের প্রিন্সিপাল অফিসার মো. আবুল কাশেমকে সভাপতি ও বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার (ঢাকা) প্রিন্সিপাল অফিসার বিএম আলী আকবরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।



সোমবার (০৮ জুন) অগ্রণী ব্যাংক ভবনে অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটির কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সদরঘাট করপোরেট শাখার প্রিন্সিপাল অফিসার এসএম জামাল ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ব্যাংকের নারিন্দা শাখার সিনিয়র অফিসার মাহফুজুর রহমান জুয়েল।

৪৬ সদস্যের এই কমিটিতে অন্য সকল পদগুলো ছাড়াও ৫জন সহ-সভাপতি ও ৫জন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।