ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য ও পর্যটন প্রদর্শনী

চীন ভ্রমণে জাস্ট হলিডেজের বিশেষ প্যাকেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
চীন ভ্রমণে জাস্ট হলিডেজের বিশেষ প্যাকেজ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চীনে ভ্রমণ পিপাসুদের জন্য কয়েকটি বিশেষ প্যাকেজ নিয়ে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনীতে হাজির হয়েছে জাস্ট হলিডেজ লিমিটেড।

অল্প খরচে চীনের দর্শনীয় স্থান পরিদর্শন করা যাবে জাস্ট হলিডেজের প্যাকেজ সংগ্রহ করে।



এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনী বুধবার (১০ জুন) শুরু হয়েছে এবং চলবে ১৫ জুন পর্যন্ত।
 
বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশে (৩০০ ফিট রোড) আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সিটির নবরত্ম হলে অনুষ্ঠিত হওয়া এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনীতে খোঁজ নিয়ে এ সব তথ্য জানা গেছে।
 
প্রদর্শনীর দুই নম্বর ব্লকের ১৬ নম্বর স্টলে জাস্ট হলিডেজ লিমিটেডের স্টল রয়েছে। প্রদর্শনীতে কেউ বুকিং দিলে সার্ভিস চার্জ ফ্রি।
 
স্টল সূত্র জানায়, চীনের বিভিন্ন শহর ভ্রমণেচ্ছুরা জাস্ট হলিডেজের আটটি প্যাকেজ গ্রহণ করতে পারবেন। ভ্রমণকারীদের আধুনিকমানের সেবার ব্রত নিয়ে তারা এ প্যাকেজ ছেড়েছে।
 
জাস্ট হলিডেজ লিমিটেডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ জানান, ভিসা প্রসেসিং ও ভালোমানের সেবা না পাওয়ার কারণে অনেকেই চীন ভ্রমণ করতে চান না। এ কারণেই আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। ভিসা প্রসেসিং ও উন্নতমানের সেবার প্রতিজ্ঞা নিয়েই আটটি প্যাকেজ সরবরাহ করছি।
 
তবে শুধুমাত্র ভিসা প্রসেসিং ও প্যাকেজই নয়, এর পাশাপাশি উন্নত গতিসম্পন্ন ট্রেনের টিকিট, চীনের স্থানীয় বাস ও বিমানের টিকিটের সেবাও দেওয়া হচ্ছে।
 
উন্নতমানের সেবা প্রসঙ্গে জাস্ট হলিডেজ লিমিটেডের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ফয়সাল আহম্মেদ শাওন বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নতমানের স্টাডি ট্যুর, ব্যবসায়ীদের জন্য বিজনেস ট্যুরের আয়োজনও রয়েছে আমাদের।
 
তিনি জানান, চীন ভ্রমণের সময় সেখানে জাস্ট হলিডেজের পক্ষ থেকে নিজস্ব ট্যুর গাইড রয়েছে। মুসলিমদের জন্য মুসলিম ফুড সরবরাহ করা হয়। এছাড়াও যে কোনো ধরনের সমস্যায় পড়লে তার সমাধানও দ্রুত দেওয়া হয়।
 
চীন ভ্রমণের জন্য যে আটটি প্যাকেজ রয়েছে, সেগুলো হলো- ১. কুনমিং-ডালি-লিজয়ানে (৭ দিন ৬ রাত) ৬০ হাজার টাকা ২. সাংহাইয়ে (৬ দিন ৫ রাত) খরচ ৪৮ হাজার টাকা ৩. গুয়াংজুতে (৪ দিন ৩ রাত) খরচ ৪৮ হাজার টাকা ৪. বেইজিং-সাংহাইতে (৭ দিন ৬ রাত) খরচ ৬২ হাজার টাকা। ৫. কুনমিং-বেইজিংয়ে (৬ দিন ৫ রাত) খরচ ৫২ হাজার টাকা ৬. শুধু কুনমিংয়ে (৪ দিন ৩ রাত) খরচ ৪৮ হাজার টাকা ৭. বেইজিং (৪ দিন ৩ রাত) খরচ ৪৮ হাজার টাকা ৮. কুনমিং-বেইজিং  ৯ দিন ৮ রাত) ৫২ হাজার টাকা।
 
তবে এসব প্যাকেজের সঙ্গে ভ্রমণকারীদের বিমানের টিকিটের মূল্য দিতে হবে।
 
সার্বিক বিষয়ে জাস্ট হলিডেজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন বলেন, অনেকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের দর্শনীয় স্থান ভ্রমণকারীদের বিশেষ বিশেষ প্যাকেজ নিয়ে জাস্ট হলিডেজ কাজ করে যাচ্ছে। আমরা শুধু প্যাকেজ দিয়েই কাজ শেষ করি না, যতদিন ভ্রমণকারীরা দেশে ভালোভাবে ফিরে না আসেন, ততদিন ওইসব ভ্রমণকারীদের সঙ্গে সবসময় যোগাযোগ ও খোঁজখবর রাখি।
 
তিনি জানান, কয়েকজন তরুণদের নিয়ে গড়া জাস্ট হলিডেজ লিমিটেড। ইতোমধ্যে, বেশ সুনামও অর্জন করেছেন তারা। ভ্রমণকারীদের ব্যাপক সাড়া পাওয়ায় আরো আধুনিকমানের সেবার পরিধি বাড়ানোর কাজ চলছে। এছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে প্যাকেজ রয়েছে তাদের।

জাস্ট হলিডেজের প্যাকেজ সংগ্রহ করতে তাদের অফিসেও যোগাযোগ করা যাবে। অফিস: বনানী, ১৭ নম্বর রোড, ১১ নম্বর বাড়ি, ব্লক ডি। হটলাইন: ০১৬১৪ ৪৬৬ ৬০১, www.justholidaysltd.com, facebook/justholidaysltd

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
একে/এবি

** রিজেন্টের টিকিট বুকিংয়ে ১০ শতাংশ ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।