ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পটুয়াখালী পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
পটুয়াখালী পৌরসভার বাজেট ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের জন্য কোনো করারোপ ছাড়াই ৮৮ কোটি ৩৪লাখ ৪৫হাজার টাকার বড় বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।



এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান তারিকুজ্জামান মনি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক দলের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৩ লাখ টাকা।

বাংলাদেশ সময়; ১৬০০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।