ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য ও পর্যটন প্রদর্শনী

টাটা ন্যানোতে ১ লাখ টাকা ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
টাটা ন্যানোতে ১ লাখ টাকা ছাড় ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রদর্শনী প্রাঙ্গণ থেকে: টাটা ন্যানো টুইস্ট ২০১৪ মডেলের (প্যাসেঞ্জার ) গাড়ি কিনলে বা বুকিং দিলেই নগদ এক লাখ টাকা ছাড় দিচ্ছে নিটল মটরস। এছাড়া অন্য মডেলের গাড়ির সঙ্গে উপহার দেওয়া হচ্ছে এলইডি টেলিভিশন।


 
নবম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনী এবং রমজান উপলক্ষে গ্রাহকদের এসব অফার দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রদর্শনীতে নিটল মটরসের স্টলে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশে (৩০০ ফিট রোড) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার নবরত্ম হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১০ জুন) শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত।
 
এ প্রদর্শনী থেকে গাড়ির পাশাপাশি নিটল নিলয় গ্রুপের বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য সম্পর্কেও জানতে পারছেন দর্শনার্থীরা।
 
গাড়ির স্টলের কর্মীরা বাংলানিউজকে বলেন, টাটা ন্যানো টুইস্ট প্যাসেঞ্জার গাড়ির প্রকৃত মূল্যে আট লাখ ৯৯ হাজার টাকা। কিন্তু প্রদর্শনী ও রোজা উপলক্ষে এটি সাত লাখ ৯৯ হাজার টাকায় গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পুরো রমজান জুড়েই এ অফার চলবে। তবে প্রথম ২০টি গাড়ির ক্ষেত্রে এ ছাড়ের সুযোগ থাকছে। তাই বুকিং বা কেনার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ক্রেতাদের।

নিটল নিলয় মটরসের চিফ বিজনেস অফিসার তানবীর শহিদ রতন বলেন, ছোট গাড়ি হলেও সব ধরণের পরিবেশ ও সড়কের জন্য এটি উপযোগী ও মানানসই। একেবারেই নতুন মডেলের এ গাড়িটির রয়েছে অনেকগুলো বৈশিষ্ট্য।
 
তেল সাশ্রয়ী এ গাড়ি ইতিমধ্যে গ্রাহকদের মন জয় করেছে। সবার কাছ থেকে বেশ ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। নিশ্চিত হয়েই ক্রেতারা গাড়িটি কিনতে পারেন, বলেন তিনি।
 
ন্যানো টুইস্ট গাড়ির বৈশিষ্ট্য: লং রোডে এক লিটারে ২৫ কিলোমিটার এবং রাজধানীতে ১২ থেকে ১৫ কিলোমিটার যাতায়াত করা যাবে। ১৮০ মিমি ন্যূনতম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গতি (সর্বোচ্চ) ১০৫ কেএমপিএইচ, ক্যাপাসিটি (সিসি) ৬২৪, দুই সিলিন্ডার এমপিএফআই, গিয়ারের সংখ্যা ৪ ফরোয়ার্ড এবং ১ রিভার্স, ৪ সিট, একাধিক কালারসহ আরও অনেক বৈশিষ্ট্য।
 
প্রয়োজনে যোগাযোগ: আমবন কমপ্লেক্স, ৯৯ মহাখালী সি/এ, ঢাকা-১২১২, মোবাইল: 01755570850, 01678667751. নিটল নিলয় টাওয়ার, ৬৯ নিকুঞ্জ সি/এ, ৬৯ খিলক্ষেত, ঢাকা ১২২৯, মোবাইল: 01678667750.
 
এদিকে ন্যানোর গাড়ির স্টলের বিপরীতে রয়েছে নিটল ইলেক্ট্রনিক্সের স্টল। সেখানে ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য পাওয়া যাচ্ছে।

নিটল ইলেক্ট্রনিক্সের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) রকিবুল ইসলাম রনি জানান, উন্নতমানের এসব পণ্য গ্রাহকরা ইচ্ছে করলে কিনতেও পারেন বা বুকিং দিয়ে শো রুম থেকেও নিতে পারেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
একে/আরএম

** চীন ভ্রমণে জাস্ট হলিডেজের বিশেষ প্যাকেজ
** রিজেন্টের টিকিট বুকিংয়ে ১০ শতাংশ ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।