ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য ও পর্যটন প্রদর্শনী

পণ্যের চাহিদা পূরণে আরএফএল’র ‘বেস্ট বাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ১২, ২০১৫
পণ্যের চাহিদা পূরণে আরএফএল’র ‘বেস্ট বাই’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আপনার যতো প্রয়োজন, এক ছাদের নিচে সব আয়োজন’ স্লোগানটিই বলে দিচ্ছে, প্রয়োজনীয় সব পণ্যের সমাহার এক জায়গাতেই। আর সে জায়গাটি গ্রাহকদের জন্য তৈরি করেছে আরএফএল’র ‘বেস্ট বাই’।



শুক্রবার (১২ জুন) নবম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনীতে ‘বেস্ট বাই’র স্টলে খোঁজ নিতেই পাওয়া গেলো এ তথ্য।

আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় এ প্রদর্শনী চলছে। পাঁচ দিনব্যাপী প্রদর্শনীটি শেষ হবে আগামী ১৪ জুন।

স্টলে ক্রেতারা আরএফএল’র পণ্য কেনার পাশাপাশি সব ধরনের পণ্য সম্পর্কে জানতেও পারবেন। এছাড়া নিজস্ব আউটলেটেও এখন একসঙ্গে পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটির সব ধরনের পণ্য।

আরএফএল’র প্রধান বিপণন কর্মকর্তা মো. মুর্শিদ মুনীম বলেন, ভোক্তাদের চাহিদা বিশ্লেষণ করে সর্ব্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যেই আরএফএল’র এ ‘বেস্ট বাই’র আয়োজন। ভোক্তাদের সন্তুষ্টির কথা মাথায় রেখেই আমাদের সব পণ্য তৈরি।

এ সময় তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন কোনো ভোক্তা আমাদের জানালেন, মাছি মারার জন্য একটি পণ্য দরকার। সঙ্গে সঙ্গে আমরা সেই পণ্যটি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করি। এক্ষেত্রে আমাদের সফলতাও রয়েছে। ফলে খুবই অল্পসময়ে ব্যাপক সাড়াও পাওয়া গেছে।

সুনামের সঙ্গে কাজ করে যাওয়া আরএফএল’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা ‘বেস্ট বাই’ সম্পর্কে জানান, এক ছাদের নিচে সব পণ্যের সমাহারের নামই হলো বেস্ট বাই।

অল্প সময়ের মধ্যেই তারা আরএফএল’র ‘ব্রেক ইভেন’ পার করেছে। কম লাভে ক্রেতাদের কাছে বেশি পণ্য সরবরাহের কারণেই কিন্তু এতো বড় অর্জন সম্ভব হয়েছে। তাই ‘বেস্ট বাই’ সত্যিই বেস্ট।

আরএফএল’র স্টলে ঢুঁ মারতেই দেখা গেলো ইলেক্ট্রনিক্স, ম্যালামাইন ও প্লাস্টিকের বিভিন্ন ক্যাটাগরিতে তৈরি পণ্য। সব শ্রেণির দর্শনার্থীরা পণ্যগুলো দেখছেন। কেউ কেউ কিনেও নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জনু ১২, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।