ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হোটেল ওয়াশিংটনে বুকিং দিলেই ৪০ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
হোটেল ওয়াশিংটনে বুকিং দিলেই ৪০ শতাংশ ছাড় ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোটেল ওয়াশিংটনে বুকিং দিলেই ৪০ শতাংশ ছাড় পাচ্ছেন গ্রাহকরা। লাক্সারিয়াস থ্রি স্টার বিজনেস ক্লাশ এই হোটেলে রয়েছে আধুনিকতার ছোঁয়া ও উন্নতমানের সেবা।


 
পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক এশিয়ান বাণিজ্য ও পর্যটক প্রদর্শনীতে গ্রাহকরা হোটেলে থাকার জন্য বুকিং দিলেই এ ছাড় পাবেন।

শুক্রবার (১২ জুন) সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার নবরাত্রী হলে অনুষ্ঠিত হওয়া এ প্রদর্শনীতে হোটেল ওয়াশিংটনের স্টলে খোঁজ নিতেই পাওয়া গেলো এসব তথ্য।
 
হোটেল ওয়াশিংটনের অ্যাক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) পল্লব চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, গ্রাহকদের জন্য প্রায় সময়ই হোটেলের পক্ষ থেকে নানা অফার দেওয়া থাকে। আন্তর্জাতিক মানের এ হোটেলে গ্রাহকরা সব সময় নিরাপদে সময় কাটাতে পারবেন। গ্রাহকের সেবার দিকটাই আমরা প্রথম দেখি।
 
তিনি আরও জানান, বিভিন্ন সেবার মধ্যে উল্লেখযোগ্য হলো- এয়ারপোর্ট পিকআপ, ফ্রুট ব্যাস্ক, টি, কফি রুম, স্বাস্থ্য ক্লাব, ওয়েলকাম ড্রিংকস, বাফেট ব্রেকফাস্ট, ওয়াইফাই ইন্টারনেট, অনলাইন নিউজসহ ডেইলি নিউজ পেপার অন্যতম।
 
হোটেলের অ্যাক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) মানিক চন্দ্র দাস জানান, বার্গার ওয়ার্ডারে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে হোটেলের পক্ষ থেকে। এছাড়া আধুনিক জিমনেশিয়ামও রয়েছে। ১০১টি রুম বিশিষ্ট এ হোটেলে ২টি মিলনায়তনও আছে। এতে হতে পারে বড় বড় অনুষ্ঠান।

সব দিক দিয়ে আরামদায়ক হওয়ায় হোটেলটি ইতোমধ্যে গ্রাহকদের মনও জয় করেছে মত তার। আর হোটেলের পরিবেশও বেশ ভালো দাবি করেন তিনি।

হোটেলের পক্ষ থেকে যে ছাড় দেওয়া হচ্ছে তা আগামী ডিসেম্বর মাস (২০১৫ সাল) পর্যন্ত পাওয়া যাবে বলে স্টলের পক্ষ থেকে জানানো হয়।

রাজধানীর ৫৬, গুলশান অ্যাভিনিউতে অবস্থিত হোটেলটি। হটলাইন: ০২-৯৮৫১৪৬৭-৭২।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১২, ২০১৫
একে/আইএ

** আসবাবপত্রের কাঠ নিয়ে বাণিজ্য প্রদর্শনী চলছে
** পণ্যের চাহিদা পূরণে আরএফএল’র ‘বেস্ট বাই’
** পর্দা উঠলো আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলার
** পাইকারি দামে বসুন্ধরার আটা, টিস্যুসহ নানা পণ্য
** রিজেন্টের টিকিট বুকিংয়ে ১০ শতাংশ ছাড়
**  চীন ভ্রমণে জাস্ট হলিডেজের বিশেষ প্যাকেজ
** টাটা ন্যানোতে ১ লাখ টাকা ছাড়
** হোটেল ওয়াশিংটনে বুকিং দিলেই ৪০ শতাংশ ছাড়
** সব রঙের সমাধানে বার্জার পেইন্টস
** এইচএমবিআরের মানসম্মত যন্ত্রাংশের সমাহার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।