ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক উড প্রদর্শনী

এইচএমবিআরের মানসম্মত যন্ত্রাংশের সমাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এইচএমবিআরের মানসম্মত যন্ত্রাংশের সমাহার ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভবনের অবকাঠামো ও আসবাবপত্র নির্মাণে যাবতীয় যন্ত্রাংশ পাইকারিতে সরবরাহ করছে এইচএমবিআর। তাদের নিজস্ব প্রতিষ্ঠানের উৎপাদিত এসব পণ্য ইতোমধ্যে বেশ সুনামও কুড়িয়েছে।


 
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক উড প্রদর্শনীতে এইচএমবিআর-এর স্টলে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। এইচএমবিআর-র চায়না ও থাইল্যান্ডে উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকেই এসব পণ্য বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।
 
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় চলছে এ প্রদর্শনী। কনভেনশন সিটির তিন নম্বর হলের ৩২১ নম্বর স্টলটি এইচএমবিআর-এর।
 
এইচএমবিআর কয়েকটি বিভাগে যন্ত্রাংশ বাজারে পাইকারিতে সরবরাহ করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো- হ্যান্ডটুলস, ফার্নিচার ফিটিংস, স্যানিটারি ফিটিংস ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কেমিক্যাল।
 
এইচএমবিআর-এর মার্কেটিং পরিচালক রেজওয়ানা হাসান জানান, বাংলাদেশের যে কোনো হার্ডওয়্যারের দোকানে এইচএমবিআর-এর পণ্য পাওয়া যায়। ৩০ বছর ধরে এ প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করা হচ্ছে। পণ্যের মান  উন্নত হওয়াতেই কিন্তু সবাই ব্যবহার করছেন।
 
দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর জন্য বল টস ও পাঞ্চ বক্সের আয়োজন করা হয়েছে স্টলের পক্ষ থেকে। উৎসুক দর্শনার্থীরা বেশ আনন্দের সঙ্গেই এটা খেলাটা উপভোগ করছেন। তবে খেলা শেষে পুরস্কারের আয়োজনও রেখেছে প্রতিষ্ঠানটি।
 
তিনি বলেন, এইচএমবিআর-এর প্রতিটি পণ্য কমপক্ষে ১০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। আমাদের মূল লক্ষ্য মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ। আমরা এখন চেষ্টা করছি, পণ্যের মানের সঙ্গে সঙ্গে ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন, তার ওপর।
 
গ্রীন রোড ও গুলশান অ্যাভিনিউতে দুটি শো রুম রয়েছে। সেখান থেকে যে কেউ ইচ্ছে করলে এইচএমবিআর-এর পণ্য পাইকারি দরে কিনতে পারবেন।
 
এইচএমবিআর সম্পর্কে বিস্তারিত জানতে www.hmbrbd.fixit.com, www.facebook.com/hmbrfixit, কিংবা 01711-348499 ফোন নম্বরেও যোগাযোগ করে এ প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
একে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।