ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

র‌্যাফেল ড্র’র মধ্যে দিয়ে শেষ হলো রিহাব ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
র‌্যাফেল ড্র’র মধ্যে দিয়ে শেষ হলো রিহাব ফেয়ার ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হলো রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চার দিনব্যাপী আবাসন মেলা ‘রিহাব সামার ফেয়ার-২০১৫’।

শুক্রবার (১২ জুন) রাত ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ছোট পরিসরে এ ৠাফেল ড্র অনুষ্ঠিত হয়।



মঙ্গলবার (০৯ জুন) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ মেলা। প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তেমন কোনো ক্রেতা-দর্শনার্থী না থাকলেও শেষ দিন শুক্রবার ছুটি থাকায় মেলা ছিল জমজমাট। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে, ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই ছিল বেশি।

স্টলের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার মেলার শেষ দিনে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। তারা ফ্ল্যাট ও প্লট কেনার বিষয়ে কথাও বলছেন।

আয়োজক সংগঠন রিহ্যাবের জনসংযোগ কর্মকর্তা রশিদ বাবু বাংলানিউজকে বলেন, আজ ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষ্যণীয়।  

বিক্রির বিষয়ে তিনি বলেন, মেলায় ক্রেতা দর্শনার্থী আসায় ফ্ল্যাট-প্লটও বিক্রি হচ্ছে। তবে, অফিসিয়ালি বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা বা টাকার অংক জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিলে বলতে চাননি তারাও।

ৠাফেল ড্র’তে বিজয়ী যারা:
প্রবেশ টিকিটের ওপর আয়োজিত ৠাফেল ড্রতে পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়েছে। এরা হলেন- আব্দুল হাই, আবু সাঈদ, কবির, সোহান ও ঝর্ণা সরকার। এরা যথাক্রমে ৪২ ইঞ্চি এলইডি টিভি, দেড় টনের এয়ারকন্ডিশনার, ১৪ সিএফটির ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন পাবেন।

আগামী ১৪ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ৠাফেল ড্রতে ছিলেন মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান রবিউল হক, কো চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, সারওয়ার্দী হোসাইন, সদস্য আনোয়ারুজ্জামান, উম্মে জাহান আরজু, মিজানুর রহমান প্রমুখ।

মেলায় মোট ১০২টি ডেভেলপার কোম্পানির দোকান ছিল। এছাড়া ২৪টি বিল্ডিং মেটেরিয়াল কোম্পানির স্টলও ছিল। এসব স্টলে পানির পাম্প, গ্যাস বার্নার, বিভিন্ন ধরনের ফিটিংস, সিমেন্ট প্রভৃতি বিক্রি হয়।

রিহ্যাব ২০০১ সাল থেকে মেলার আয়োজন করে আসছে। এবারের সামার ফেয়ার তাদের অষ্টম আয়োজন।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসইউজে/এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।