ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটে রাজস্ব ঘাটতি হবে ৩০ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
বাজেটে রাজস্ব ঘাটতি হবে ৩০ হাজার কোটি টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন প্রস্তাবিত বাজেটের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডি’র আশঙ্কা, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের ঘাটতি হবে ৩০ হাজার কোটি টাকা।


 
শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর হোটেল লেকশোরে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ পর্যালোচনা’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ আশঙ্কা প্রকাশ করেন সিডিপি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
 
তিনি জানান, এবারের প্রস্তাবিত বাজেটের অন্যতম চ্যালেঞ্জ হলো রাজস্ব আদায়। কারণ চলতি অর্থবছরেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৩০ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।

সিপিডি’র নির্বাহী পরিচালক জানান, আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাত ভাগ অর্জন করতে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ দরকার। ওই অর্থবছরে ৯৭ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এটার বাস্তবায়নও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
 
এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এমআইএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।