ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পারটেক্সের ফার্নিচারে ১৮ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
পারটেক্সের ফার্নিচারে ১৮ শতাংশ ছাড় ছবি: জি এম মুজিবুর রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রদর্শনী প্রাঙ্গণ থেকে: পারটেক্সের আসবাবপত্র কিনলে অথবা বুকিং দিলেই মিলছে সর্ব্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত ছাড়। অত্যাধুনিক ডিজাইন আর উন্নত মানের এসব আসবাবপত্রে ‘আন্তর্জাতিক উড প্রদর্শনী’ ও রমজান উপলক্ষে ছাড় দেওয়া হয়েছে।


 
শনিবার (১৩ জুন) আন্তর্জাতিক উড প্রদর্শনীতে পার্টেক্সের স্টলে খোঁজ নিয়ে জানা যায় এ তথ্য। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় তিন দিন ধরে চলা এ প্রদর্শনী শেষ হবে সন্ধ্যায়।
 
পারটেক্স গ্রুপের চিফ ফাইন্যান্স অফিসার পেয়ার আহমেদ (এফসিএ) বলেন, পারটেক্স’র আসবাবপত্রগুলো সময় ও যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়। আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হওয়ায় ব্যবহারকারীও খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছেন। সব সময়ই নতুন নতুন ডিজাইনের পণ্য যুক্ত করছি আমরা।
 
পারটেক্স ফার্ণিচারের চিফ ওপারেটিং অফিসার দীপক রঞ্জন দত্ত বলেন, পারটেক্স ফার্নিচার একটি ব্র্যান্ড। বছরের পর বছর উন্নত মানের পণ্য সরবরাহ করার কারণেই কিন্তু ক্রেতাদের মন জয় করে রেখেছে পারটেক্স। তাই আমাদের প্রথম লক্ষ্যই থাকে ক্রেতাদের উন্নতমানের সেবা দেওয়া।

পার্টেক্স ফার্ণিচারের ম্যানেজার (সেলস) আলমগীর হোসাইন জানান, কয়েকটি নতুন ডিজাইনের আসবাবপত্র এ প্রদর্শনীতে উন্মুক্ত করা হয়েছে। দর্শনার্থীরাও বেশ আগ্রহ নিয়ে দেখছেন আধুনিক মানের এসব আসবাবপত্র। অনেকে বুকিংও দিচ্ছেন। সবমিলিয়ে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। পণ্যের রকম ভেদে এ ছাড় দেওয়া হচ্ছে। তবে ছাড়ের সর্ব্বোচ্চ পরিমাণ হলো শতকরা ১৮ ভাগ।
 
স্টল সূত্র জানায়, ১৯৬৫ সাল থেকে পারটেক্স ফার্নিচারের ব্যবসা করে আসছে। ১৯৮২ সালে সরাসরি উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। যুগের পর যুগ ভোক্তাদের মন জয় করা আসবাবপত্রের সমাহার নিয়ে এ প্রতিষ্ঠানটি আরও সামনের দিকে এগিয়ে যেতে চায়।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
একে/এমজেএফ

** তাপনিয়ন্ত্রণ ভবন নির্মাণে স্যান্ডউইচ প্যানেল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।