ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানিকগঞ্জে এক্সিম ব্যাংকের ৮৯তম শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
মানিকগঞ্জে এক্সিম ব্যাংকের ৮৯তম শাখার উদ্বোধন

ঢাকা: মানিকগঞ্জে ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

শনিবার (জুন ১৩) মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বালিরটেক বাজারে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন।



এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া এবং প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহীউদ্দীন বলেন, এক্সিম ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে, এ কারণে মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে এক্সিম ব্যাংক পরিবারকে অভিনন্দন।

হায়দার আলী বলেন, মানিকগঞ্জ সব সময়ই আমাদের অগ্রাধিকারভুক্ত এলাকা ছিল। এক্সিম ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান ও সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদান তুলে ধরে এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার জন্য এসময় স্থানীয় ব্যবসায়ী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
পিআর/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।