ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজের বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দেবে তিতাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজের বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দেবে তিতাস আহমেদ আকবর সোবহান

ঢাকা: তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কম্পানির সঙ্গে বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজের গত ১১ জুন এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় এখন থেকে তিতাস গ্যাস বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজের ২৫.৮ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে গ্যাস সরবরাহ করবে।



তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কম্পানির বোর্ডরুমে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তিতাস গ্যাসের সচিব মো. মুশতাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক মো. বেলায়েত হোসেন, উপব্যবস্থাপক (পিএসএস) পীযুষ কান্তি দাশ এবং তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) প্রকৌশলী এইচ এম আলী আশরাফ, ডিজিএম (আইন) মো. আবদুল হাকিম মোক্তার, ডিজিএম (ওসিডি) প্রকৌশলী রানা আকবর হায়দারী, ব্যবস্থাপক (বাল্ব গ্রাহক) প্রকৌশলী আনিসুর রহমান এবং তিতাস গ্যাসের তালিকাভুক্ত ঠিকাদার মো. আমীর এইচ চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।