ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরোক্ষ করের বোঝা মারাত্মক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
পরোক্ষ করের বোঝা মারাত্মক! ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের পরোক্ষ করের বোঝা অনেক যা সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেলা সাড়ে ১১টায় (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৫-১৬: জনমানুষের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির নির্বাহী পর্ষদের সদস্য মনোয়ার মোস্তফা।



তিনি বলেন, দেশে পরোক্ষ করের বোঝা মারাত্মক। এত সব করে বোঝা, যা শেষ পর্যন্ত বহন করতে হয়, সাধারণ মানুষকে। কিন্তু যারা সম্পদশালী তারা রেহাই পেয়ে যায়। কিন্তু করের বোঝা এমন হওয়া উচিত, যাতে যার বেশি সম্পদ, তাকে বেশি কর দিতে হবে। আর যার কম সম্পদ, তার করও কম।

এ সময় সংগঠনটির পক্ষে আরো বলা হয়, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি মূলত কৃষক, পোশাকশ্রমিক ও প্রবাসীদের ওপর নির্ভরশীল। কিন্তু, কৃষিখাতে উৎপাদনশীলতা কমছে। তাই, যেন বাজেটেও কমছে। শিক্ষা ও স্বাস্থ্যখাত যথার্থ গুরুত্ব দেওয়া হচ্ছে না। সে বিষয়েও সরকারকে নজর দেওয়া উচিত।

গণতান্ত্রিক বাজেট আন্দোলনের পক্ষ থেকে আরো যথার্থ জেলা বাজেটের মাধ্যমে বাজেটে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, সংগঠনটির সহসভাপতি আসগর আলী সাবরীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইউএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।