ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চারদেশে সড়ক যোগাযোগ, চুক্তির ফল পেতে এক বছর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
চারদেশে সড়ক যোগাযোগ, চুক্তির ফল পেতে এক বছর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত / ফাইল ফটো

ঢাকা: চার দেশের মধ্যে সড়কপথে যোগাযোগে যে চুক্তি হচ্ছে তার ফল পেতে এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার (১৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।



ভুটানের রাজধানী থিম্পুতে ১৫ জুন সোমবার বাংলাদেশ, ভারত নেপাল ও ভুটানের মধ্যে সড়ক যোগাযোগ সংক্রান্ত একটি চুক্তি সই হবে।   

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চুক্তি স্বাক্ষর হলেও এর ফল পেতে বাংলাদেশকে এক বছর অপেক্ষা করতে হবে। চট্টগ্রাম বন্দর প্রস্তুত রয়েছে। তবে মংলা বন্দর প্রস্তুত নয়।

‘আমরা মংলা বন্দরকে ইমপ্রুভ করছি। এছাড়া দেশের সড়কগুলোও উন্নত করতে হবে,’ বলেন তিনি।  

যোগাযেগের জন্য ব্যয় নির্ধারণ কীভাবে করা হবে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সুবিধা প্রোভাইড করতে কষ্ট আছে তো! ভুটানে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী ট্যারিফ নির্ধারিত হবে, কস্ট অ্যান্ড ফিও প্রযোজ্য হবে। সড়ক কিংবা বন্দর, নির্মাণ অথবা সংস্কার কাজে যে ব্যয় হবে সেটাসহ অতিরিক্ত ফি নির্ধারণ করতে হবে।      

এর আগে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ’বার অর্থমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন।

এ প্রসঙ্গে মুহিত বলেন, ফ্রান্স বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।

এক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসএমএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।