ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তৈরি পোশাকের ন্যায্যমূল্য দেওয়ার তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
তৈরি পোশাকের ন্যায্যমূল্য দেওয়ার তাগিদ ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশে তৈরি পোশাকের ক্রেতাদের ন্যায্যমূল্য দেওয়ার তাগিদ দিয়েছেন ডাচ বৈদাশিক বাণিজ্য এবং উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী নিলিয়ান প্লাউমেন।

রোববার (১৪ জুন) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে পোশাক রফতানিকারক, শ্রমিক সংগঠন, সরকার প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তাগিদের কথা জানান।



বাংলাদেশের পোশাক কারখানা প্রসঙ্গে প্লাউমেন বলেন, যেখানে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয়। সেখানে ক্রেতাদেরও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

আগামী এক বছরের মধ্যে কীভাবে তৈরি পোশাকের পণ্যমূল্য বাড়ানো যায়-সে বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হবে বলেও জানান তিনি।

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর পোশাক খাতে কর্মপরিবেশ উন্নত হয়েছে উল্লেখ তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মুজুরি বেড়েছে। কারখানা পরিদর্শন করা হচ্ছে। যেগুলো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।

পোশাক খাতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ বলে জানান তিনি।

পোশাকের ক্রেতা-ভোক্তা, খুচরা ব্যবসায়ী, ফ্যাক্টরির মালিক এবং সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান প্লাউমেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ: ১৮২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।