ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন-সিকিউরেক্সের মধ্যে চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
গ্রামীণফোন-সিকিউরেক্সের মধ্যে চুক্তি সই

ঢাকা: বিজনেস সলিউশনস প্যাকেজের আওতায় পরিপূর্ণ যোগাযোগ সেবা দিতে সিকিউরেক্স (প্রা.) লিমিটেডের সঙ্গে  চুক্তি সই করেছে বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

রোববার (১৪ জুন) গ্রামীণফোনের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে পাঁচ বছরের জন্য এ চুক্তি সই হয়েছে।

চুক্তিতে সিকিউরেক্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারহান কুদ্দুস এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম সই করেন।

এ সময় সিকিউরেক্সের ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) আরসালান কুদ্দুস, জুনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এইচআর, লিগাল অ্যাফেয়ার্স অ্যান্ড
এইচইএস) আবদুস সালিক, গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস-ঢাকা) মোহাম্মদ বাকী বিল্লাহ, লিড ম্যানেজার বিজনেস সেলস মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।