ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার মুস্তাফা আনোয়ার, ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও এনআরএম বোরহান উদ্দিন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।

একই সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও প্রফেসর এনআরএম বোরহান উদ্দিন।



রোববার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানায়।

শনিবার (১৩ জুন) ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস’র সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খানকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, প্রফেসর এনআরএম বোরহান উদ্দিনকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং এফসিএ মো. আবদুস সালামকে প্রধান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নির্বাচন অনুষ্ঠানে দেশি-বিদেশি ডাইরেক্টররা ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের অন্যতম স্পন্সর ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার তৈরি পোষাক শিল্প ‘বার্ডস গ্রুপ’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর।

তিনি বিজিএমইএ’র বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে বাংলাদেশে পোষাক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মুস্তাফা আনোয়ার ১৯৬৪ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।  

ইউসিফ আবদুল্লাহ আল-রাজী সৌদী আরবের আল-রাজী কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড’র মহাপরিচালক ও প্রধান নির্বাহী। তিনি কিং সউদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে ব্যবসায় প্রশাসনে গ্রাজুয়েশন এবং ১৯৯১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর এন আর এম বোরহান উদ্দিন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেভেন্স ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্টে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের লিভিংস্টোন কলেজসহ খ্যাতনামা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।

বোরহান উদ্দিন ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।  

বাংলাদশে সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ১৪,২০১৫
এসই/টিআই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।