ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন আক্কাচ উদ্দিন মোল্লা। একই সঙ্গে ভাইস-চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মো. সানাউল্লাহ সাহিদ।



সম্প্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২১৭তম সভায় তারা নির্বাচিত হন।

আক্কাচ উদ্দিন মোল্লা শিক্ষা জীবন শেষে তৈরি পোশাক শিল্প খাতে কাজ শুরু করেন। তিনি রাসেল স্পিনিং মিলস লি., রাসেল গার্মেন্টস লি., ইকরাম সোয়েটার্স লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ‘ওসমান মেমোরিয়াল হাসপাতাল’ ও ‘ওসমানিয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
   
মো. সানাউল্লাহ সাহিদ বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। তিনি  শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক। এছাড়া তিনি স্যামসাং ব্রান্ডের ইলেকট্রনিক পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের একজন স্পন্সর শেয়ারহোল্ডার।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।