ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পৃথক কৃষিঋণ বিভাগ গঠনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
পৃথক কৃষিঋণ বিভাগ গঠনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

ঢাকা: কৃষিঋণ বিতরণ বাড়াতে দেশের সব বেসরকারি,বিদেশি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত রূপালী ও বেসিক ব্যাংকে আলাদা কৃষিঋণ বিভাগ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া প্রতিটি শাখায় কমপক্ষে একজন কর্মকর্তাকে সুনির্দিষ্ট করে কৃষিঋণের কাজে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।



সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ বিষয়টি জানিয়েছে।
 
সার্কুলারে বলা হয়, ২০ জুলাইয়ের মধ্যে এই ‍নির্দেশ কার্যকর করতে হবে। দেশে বর্তমানে  ৩৯টি বেসরকারি ব্যাংক এবং ৯টি বিদেশি ব্যাংক কার্যরত রয়েছে।

দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি কৃষি। দেশের অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষি ঋণ বিতরণ, আদায় এবং সংশ্লিষ্ট কার্যক্রমের নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।