ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডব্লিউসিও’র ১২৬তম অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ডব্লিউসিও’র ১২৬তম অধিবেশন অনুষ্ঠিত

ঢাকা: আন্তর্জাতিক কাস্টমস সংস্থা (ডব্লিউসিও) ১২৬তম কাউন্সিল অধিবেশন এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে।

গত ১১-১৩ জুন এ অধিবেশন হয়।

এতে বাংলাদেশসহ ডব্লিউসিও সদস্যভুক্ত ১৮০টি দেশের মধ্যে ১৬৫টি দেশের শুল্ক প্রশাসনের প্রধানরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এতে অংশগ্রহণ করেন।

অধিবেশনে ডব্লিউসিও নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রকাশ দেওয়ান মেম্বার ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন।

অধিবেশনে ডব্লিউসিওভুক্ত দেশসমূহের মধ্যে শুল্ক সংক্রান্ত আন্তর্জাতিক বিধি বিধান, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া পরিপালনের লক্ষ্যে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

নজিবুর রহমান ডব্লিউসিও মহাপরিচালক কুনিয়ো মিকুরিয়া ও পরিচালক (কমপ্লাইয়েন্স এন্ড ফ্যাসিলিটেশন) গাওজাং জু সঙ্গে তাদের কার্যালয়ে দ্বিপাক্ষিক সভা করেন।

চেয়ারম্যান ডব্লিউসিও’কে বাংলাদেশের কাস্টমস কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের গৃহীত সংস্কার ও আধুনিকায়ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং তাদের ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

এছাড়া ডব্লিউসিও কাছে বাংলাদেশে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ, বৃত্তি ও এর সদর দপ্তরে বাংলাদেশের শুল্ক কর্মকর্তাদের কাজের সুযোগ প্রদানের দাবি জানান।

চেয়ারম্যান শুল্ক বিষয়ে একই সময় জাপান, ভূটান, নেপাল এবং ভারতের শুল্ক প্রধানদের সাথে ও একান্ত বৈঠকে মিলিত হন।

নজিবুর রহমান জাপান কাস্টমস ও ট্যারিফ ব্যুরোর মহাপরিচালক ইউটাকা মিয়াউচিকে বাংলাদেশের শুল্ক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

ডব্লিউসিও সমাপনী অধিবেশন আগামী ৫ বছরের জন্য আমেরিকা, ব্রাজিল ও চীন থেকে ৩ জন পরিচালক নির্বাচিত করা হয়।

তারা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন। অধিবেশনে প্যালেস্টাইনকে ডব্লিউসিও এর ১৮০তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশ ১৯৮৭ সাল থেকে ডব্লিউসিও এর সদস্য হিসাবে এর বিভিন্ন কনভেনশনে স্বাক্ষর ও এর গুরুত্বপূর্ণ ইন্সট্রুমেন্ট বাস্তবায়ন করে আসছে।

সোমবার (১৫ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরইউ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।