ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা সিটি করপোরেশনের বাজেট বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
খুলনা সিটি করপোরেশনের বাজেট বৃহস্পতিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১৮ জুন)।

ওই দিন দুপুর ১২টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হবে।



খুলনা সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত বিশেষ সভায় এ তথ্য জানানো হয়। সোমবার (১৫ জুন) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এবং বাজেট বিষয়ে তথ্য দেন কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে কেসিসি’র আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে।

সভায় উপস্থিত ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, রুমা খাতুনসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।