ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেমিনার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
প্রাইম ব্যাংকের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেমিনার ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাইম ব্যাংকের মানব সম্পদ বিভাগের উদ্যোগে দিনব্যাপী ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬ সহ সংশোধনী-২০১৩’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।


 
সেমিনার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী। স্বাগত বক্তব্য রাখেন মানব সম্পদ বিভাগের প্রধান জিয়াউর রহমান।
 
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স অ্যাটর্নিসের (লিগ্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটিং ফার্ম) চেয়ারম্যান ও সিনিয়র পার্টনার অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।