ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিমাখাত গতিশীল ও প্রসারিত হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বিমাখাত গতিশীল ও প্রসারিত হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে সুষ্ঠ‍ু ও স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় বিমাখাত গতিশীল ও প্রসারিত হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভায় তিনি একথা বলেন।



জেনিথ ইসলামী লাইফের ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিওসি আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান রেজানুল হায়দার, পরিচাক একেএম বদিউল আলম, আব্দুল জলিল, জামির আনসারি, সামসুল আলম সুমন প্রমুখ।

কোম্পানের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শ্রেণীর এই এগিয়ে যাওয়া পছন্দ নয়। তাই তারা বিরোধিতা করে।

তিনি বলেন, সরকার উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখেছে। যার কারণে বিমাখাতসহ সব খাতই গতিশীল হচ্ছে। মানুষ স্বস্তিতে আছে, বিনিয়োগে আগ্রহী হচ্ছে।

জেনিথ লাইফ ইন্স্যুরেন্সকে গতানুগতিক ধারার বাইরে এসে ব্যবসা করার আহ্বান জানিয়ে লাইলী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিমার আওতায় এনে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিটি কর্মীকে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।