ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় আল-আরাফাহ’র এজেন্ট ব্যাংকিং শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় আল-আরাফাহ’র এজেন্ট ব্যাংকিং শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৬ জুন, ২০১৫) আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার চারগাছ বাজার আউটলেট উদ্বোধন করেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং চম্পকনগর বাজার আউটলেট উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।



সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম (রমজান)।

এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহমেদ খান।

এ সময় ব্যাংকের বোর্ড সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ, এ. কে. এম. আমজাদ হোসেন, মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া এবং মাহবুব গনি হকসহ ব্যাংকের অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটসমুহ থেকে গ্রাহকরা দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড প্রদান ইত্যাদি আকর্ষণীয় সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।