ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাহাড় কাটায় এ কে খান কোং-কে কোটি টাকা জরিমানা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
পাহাড় কাটায় এ কে খান কোং-কে  কোটি টাকা জরিমানা

ঢাকা: দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে চট্টগ্রাম সদর উপজেলাধীন বাটালী হিলস এলাকায় ২ টি পাহাড় কর্তনের দায়ে মেসার্স এ কে খান এন্ড কোং-কে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(১৬ জুন’২০১৫) পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর কোম্পানিটির মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি গ্রহণ করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ টাকা জরিমানা করেন।



এ কে খান এন্ড কোং কর্তৃপক্ষ “নিকেতন হোটেল” নামীয় একটি পাঁচতারা হোটেল নির্মাণের জন্য গত ০৩/১১/২০১৪ তারিখে পরিবেশ অধিদপ্তর হতে অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করে। ছাড়পত্রের শর্তে পাহাড়/টিলা কর্তনের উপর বিধি নিষেধ ছিল।

কিন্তু এ কে খান কর্তৃপক্ষ জারিকৃত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে অননুমোদিতভাবে নির্মাণাধীন প্রকল্পের জন্য কাটালী হিল এলাকায় ২টি পাহাড় কর্তন করে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংস, Top Soil এবং ভূমির Binding Capacity নষ্ট করে পরিবেশ ও প্রতিবেশের অপূরণীয় ক্ষতিসাধন করার জন্য শুনানি শেষে ১ কোটি টাকা জরিমান করা হয়।

শুনানিতে ওসমান গনি মজুমদার, মহা ব্যবস্থাপক(মানব সম্পদ ও প্রশাসন), ও জনাব আতিকুর রহমান, নির্বাহী পরিচালক, মেসার্স এ কে খান এন্ড কোং, বাটালী হিলস্, আমবাগান, চট্টগ্রাম অভিযুক্ত পাহাড় কাটার সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।