ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী  বুধবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মঙ্গলবার(১৬ জুন’২০১৫) সন্ধ্যায় এক বিবৃতিতে  সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানায় সংগঠনটি।


 
বিবৃতিতে বলা হয়, আদালতের রায়কে কেন্দ্র করে হরতাল আহ্বান কোনভাবেই সমর্থন যোগ্য নয়। প্রচলিত আইন অনুযায়ী সংক্ষুদ্ধ ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। রায়কে কেন্দ্র করে নেতিবাচক কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির প্রয়াস কোন ভাবেই ব্যবসায়ীদের কাম্য নয়।
 
হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। জাতীয় স্বার্থে এফবিসিসিআই সব সময় হরতালসহ সকল নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে আসছে।  
 
হরতালে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হবে। তদুপরি এ  হরতালে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম  বিঘ্নিত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে। বেসরকারি খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্রমাগত ভূমিকা রেখে চলেছে। হরতাল কর্মসূচি বেসরকারি খাতের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে।
 
এছাড়া ২০১৫-২০১৬ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেছে সরকার। ১ জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ডকে  বাধাগ্রস্ত না করার স্বার্থে কোন ধরনের নেতিবাচক  রাজনৈতিক  কার্য়ক্রম গ্রহণ করা  কোনভাবেই সমীচিন নয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।