ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে মাস্টারকার্ডের ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
রমজানে মাস্টারকার্ডের ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার

ঢাকা: রমজানকে সামনে রেখে গ্রাহকদের জন্য ডাইনিং-এ ‘বাই ওয়ান গেট ওয়ান (একটির সঙ্গে একটি ফ্রি)’ অফার চালু করেছে মাস্টারকার্ড বাংলাদেশ।

বুধবার (১৭ জুন) মাস্টারকার্ড বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক ইফফাত আরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।



এতে বলা হয়, বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবহার বাড়াতে এবং গ্রাহকদের পছন্দের রেস্টুরেন্টে ইফতার ও সেহরি খাওয়ার সুযোগ করে দিতেই এ অফার চালু করা হয়েছে। অফারটি রমজান জুড়ে চলবে।

গ্রাহকরা মাস্টারকার্ড দিয়ে ঢাকার ১৪টি অভিজাত  আমারি ঢাকা, ক্রিম অ্যান্ড ফাজ, ইমানুয়েলস ইন, গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল বেঙ্গল ব্লুবেরি, লং বিচ হোটেল, মোকা ক্যাফে অ্যান্ড বিস্ত্রো, হোটেল সারিনা, পেনিনসুলা হোটেল, প্লাটিনাম সুটস অ্যান্ড রেসিডেন্স, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, সিক্স সিজনস হোটেল ও দ্য অলিভস রেস্তোরাঁয় এ সুবিধা পাবেন।

ইফতার ও সেহেরিতে এসব রেস্তোরাঁয় মাস্টারকার্ড দিয়ে বিল পরিশোধ করলে গ্রাহকরা আরেকজন সঙ্গীর জন্য ইফতার ও ডিনার সম্পূর্ণ ফ্রি উপভোগ করতে পারবেন।

এ প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, রমজানে মাস্টারকার্ড গ্রাহকদের সুবিধা দিতেই আমরা আমাদের পার্টনার রেস্টুরেন্টে এ আকর্ষণীয় অফার দিয়েছি।

মাস্টারকার্ড একটি বৈশ্বিক পেমেন্ট বা অর্থ পরিশোধ ব্যবস্থায় সেবাদাকারী একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। বাংলাদেশসহ ২১০টি দেশে এর কার্যক্রম চালু আছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।