ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁদপুর পৌরসভার ৫২ কোটি বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
চাঁদপুর পৌরসভার ৫২ কোটি বাজেট ঘোষণা

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৫২ হাজার ৬৯ লাখ ৯০ হাজার ৭৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র নাছির উদ্দিন আহমেদ।



এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কাউন্সিল, প্রেসক্লাবের নেতারা ও পৌরসভার সুধীজনের একাংশ।

চাঁদপুর পৌরসভা দেশের প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নয়ন কাজের জন্য এ বছর ২০ কোটি টাকা বেশি বাজেট ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।