ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআর’র মামলা নিষ্পত্তিতে ‘সফটওয়্যার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এনবিআর’র মামলা নিষ্পত্তিতে ‘সফটওয়্যার’

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর, শুল্ক ও মূসক এই তিন অনুবিভাগের মামলা ডিজিটাল পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সফটওয়্যার ব্যবহারের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
‘ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে।


 
সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে তিনটি অনুবিভাগে প্রায় ২৩ হাজার মামলা চলমান। এসব মামলায় প্রায় ২৬ হাজার কোটি টাকার বকেয়া রাজস্ব অনাদায়ি রয়েছে।
 
দীর্ঘদিন ধরে অ্যানালগ পদ্ধতিতে মামলা পরিচালনা করায় দ্রুত নিষ্পত্তি হয় না। প্রতিনিয়ত নতুন মামলা যোগ হওয়ায় মামলা নিষ্পত্তি ও মনিটরিং করতে পারে না সংশ্লিষ্ট বিভাগ।
 
এনবিআর ২০১২ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালু করলেও অ্যানালগ পদ্ধতির কারণে বকেয়া আদায় ও মনিটরিংয়ে সমস্যায় পড়েছেন কর্মকর্তারা।
 
সূত্র আরও জানায়, দ্রুত মামলা নিষ্পত্তি ও মনিটরিং বাড়ানোর সুবিধার্থে একটি সফটওয়্যার চালু করতে যাচ্ছে এনবিআর। বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সিদ্ধান্ত অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে দ্রুত মামলা নিষ্পত্তির সফটওয়্যার ‘ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
 
সভায় এনবিআর সদস্য (শুল্ক, রফতানি ও বন্ড) হুসেইন আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
এ সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, জনকল্যাণে বোর্ডকে অধিকতর শক্তিশালী ও গতিশীল করতে এবং সুশাসন নিশ্চিত করতে প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন একান্ত অপরিহার্য।
 
তিনি বলেন, সফটওয়্যারটি চালু হলে রাজস্ব সংশ্লিষ্ট মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি মামলাজট কমবে। ভবিষ্যতে রাজস্ব আদায় বৃদ্ধিতে এ ধরনের উদ্ভাবনীমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
 
সভায় এনবিআর সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরইউ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।