ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডোমারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট অফিস উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ডোমারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট অফিস উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডোমারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট অফিস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্থানীয় বানোয়ারী মোড়ে অফিসের উদ্বোধন করেন ডোমার পৌরসভা মেয়র মনছুরুল ইসলাম দানু।



রামনিবাস আগরওয়ালার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির রংপুর অঞ্চলের প্রধান আসাদুজ্জামান ফয়সাল ও প্রধান হিসাবরক্ষক রজত চন্দ্র পোদ্দার বক্তব্য রাখেন।

আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে স্থানীয় এজেন্ট অফিসের উদ্বোধন করেন।

বায়োমেট্রিক অ্যাকাউন্ট আঙ্গুলের ছাপের মাধ্যমে শতভাগ নিরাপদ ব্যাংকিং সুবিধা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।