ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না.গঞ্জে এসবিএসি ব্যাংকের ৩৬তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
না.গঞ্জে এসবিএসি ব্যাংকের ৩৬তম শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৩৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।  

বুধবার (২৪ জুন) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, শহরের ৯৯ বি বি রোডে সম্প্রতি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন শাখাটির উদ্বোধন করেন।
 
ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- মাকছুদুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলওয়ার হোসেন ভূঁইয়া, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

এসময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।