ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলেঙ্গায় ন্যাশনাল ব্যাংকের ১৮১তম শাখা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এলেঙ্গায় ন্যাশনাল ব্যাংকের ১৮১তম শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাঙ্গাইলের এলেঙ্গায় বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮১তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১জুন) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


 
এ সময় তিনি স্থানীয় জনগণকে ন্যাশনাল ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হতে সবাইকে আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি কাজী কামাল উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন ও এসএভিপি এম জিয়াউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ও এলেঙ্গা ব্যবসায়ী সমিতির সভাপতি হালিম সরকার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এলেঙ্গা শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।