ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ টাকার অ্যাকাউন্ট খোলা গতিশীল করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
১০ টাকার অ্যাকাউন্ট খোলা গতিশীল করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ২শ’ কোটি টাকার ঘূর্ণায়মান পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণের আবেদন করতে হলে আবেদনকারীর ১০ টাকার অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু বিভিন্ন পেশার লোকদের এ অ্যাকাউন্ট না থাকায় এ স্কিমের ঋণ বিতরণ যাচ্ছে না।



তাই ১০ টাকার অ্যাকাউন্ট খোলার কাজ গতিশীল করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে রোববার (২১জুন) গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপাটমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সকল তফসিলি ব্যাংকে তা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, পুনঃঅর্থায়ন তহবিল স্কিমের আওতায় ঋণ সুবিধা গ্রহণের জন্য আবেদনকারীর আবশ্যিকভাবে ন্যূনতম ১০ টাকার হিসাব থাকতে হবে। কিন্তু বিভিন্ন পেশার লোকদের জন্য ১০ টাকার হিসাব খোলার বিষয়ে কোন কোন ব্যাংকের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না।

এ কারণে ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ বিতরণ বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, প্রজ্ঞাপনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক ব্যাংকসমূহকে ১০ টাকার হিসাব খোলার কাজ গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ ও আশু ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হল।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।