ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংক ও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসবিএসি ব্যাংক ও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের চুক্তি

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অঙ্গ প্রতিষ্ঠান সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে।

সম্প্রতি সিপিটিইউ’র সম্মেলন কক্ষে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।



আইএমইডি’র সচিব মো. শহীদউল্লাহ খন্দকার, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে চুক্তি সই হয়।

আইএমইডি’র পক্ষে চুক্তিতে সই করেন সিপিটিইউ’র মহাপরিচালক মো. ফারুক হোসেন ও এসবিএসি ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী।

আইএমইডি ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে এসবিএসি ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা এখন সিপিটিইউয়ে রেজিষ্টেশন,  ই-টেন্ডারের জন্য ফি ও সিকিউরিটিজ সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।