ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পচা মাছ ও মাংস বিক্রির দায়ে আগোরার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ২১, ২০১৫
পচা মাছ ও মাংস বিক্রির দায়ে আগোরার জরিমানা

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে আগোরা ডিপার্টমেন্টাল স্টোরে অস্বাস্থ্যকর পরিবেশ, পচা মাছ ও মাংস বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
রোববার (২১ জুন) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বর রোড এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে এক ভেজালবিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।


 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ধানমন্ডি এলাকার আগোরা স্টোরে প্রচুর পরিমাণে পচা মাছ ও মুরগির মাংস বিক্রি হচ্ছিল। সিটি করপোরেশনের অভিযানে এসব মাছ-মাংস ধরা পড়াতে সেগুলো ধ্বংস করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
টিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।