ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক জিএম নিয়োগে ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক জিএম নিয়োগে ক্ষোভ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের (বিবি) আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটে (বিএফআইইউ) চুক্তিভিত্তিক একজন মহাব্যবস্থাপক (জিএম) নিয়োগ দেওয়া হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।


 
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, বিএফআইইউতে একজন বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। তবে এ বিশেষজ্ঞ আসলে জিএম কিনা তা ঠিক করবে মানবসম্পদ বিভাগ।
 
এদিকে,  চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতা করে এটি বন্ধ করতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সম্প্রতি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের সঙ্গে দেখা করে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন।
 
পরবর্তীতে লিখিতভাবে একটি আবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের গর্ভনরকে দেওয়া আবেদনে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে আপনার গৃহীত কতিপয় পদক্ষেপ ও আর্ন্তরিকতা কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে প্রাণের সঞ্চার করলেও সাম্প্রতিক সময়ে আপনার গৃহীত কিছু পদক্ষেপ ও পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে চরম হাতাশা আর চাপা ক্ষোভের সৃষ্টি করেছে। ’
 
এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিএফআইইউ-এ বাংলাদেশ ব্যাংকের নিয়মিত জিএম-এর স্থলে একজন চুক্তিভিত্তিক জিএম নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
আবেদনে বলা হয়, ‘এ ধরনের পদক্ষেপ প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ, সৃষ্টি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির অন্তরায়। আপনার অভিপ্রায় অনুযায়ী এতদ বিষয়ে ডেপুটি গভর্নর-১ ও ২ মহোদয়গণের সাথে সাক্ষাতের মাধ্যমে কাউন্সিলের অবস্থান আপনাকে অবহতি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 
কর্মকর্তাদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এ ধরনের নিয়োগ প্রক্রিয়া হতে আপনাকে সরে আসার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছে। ’
 
অপরদিকে, রোববার বোর্ড সভা শুরু হওয়ার আগে গভর্নর কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এ সময় চুক্তিভিত্তিক এ নিয়োগ প্রক্রিয়া বন্ধের উদ্যোগ নিতে প্রত্যেক পরিচালনা পর্ষদের সদস্যের হাতে স্মারকলিপি তুলে দেয়, কর্মকর্তাদের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
 
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের এক নেতা বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল না করে, তা হলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবো।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।