ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অধিকার বঞ্চিত আরএম ফ্যাশনের শ্রমিকরা

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
অধিকার বঞ্চিত আরএম ফ্যাশনের শ্রমিকরা ছবি : সংগৃহীত

ঢাকা : ঠিক সময়ে বেতন, ছুটি, অর্জিত ছুটির অর্থ, হাজিরা বোনাস কিছুই দেয়া হয় না রাজধানীর হাজীপাড়ার পোশাক কারখানা আরএম ফ্যাশনের শ্রমিকদের। এমনটাই অভিযোগ করেছেন কারখানাটির অপারেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পারভীন।



পারভীন বাংলানিউজকে বলেন, আমাদের বেতন কখনো ১৫ তারিখের আগে হয় না। এই মাসে ২০ তারিখেও দিলো না। তাছাড়া আমাদের যেসব ছুটি পাওনা হয় তার টাকাও দেয় না মালিক। আগে হাজিরা বোনাস দিতো এখন তাও দেয় না।

তিনি জানান, শ্রম আইন অনুযায়ী, কোনো সুবিধা একবার কারখানায় দিলে তা তুলে নেয়া যায় না। কিন্তু আগে আমাদের হাজিরা বোনাস দিলেও গত কয়েকমাস যাবৎ মালিকপক্ষ আর তা দিচ্ছে না।

তাছাড়া দিনে আট ঘণ্টার বেশি কাজ করানো হলেও বোনাস দেয়া হয় না বলে জানিয়েছেন এক শ্রমিক।

নাম না প্রকাশ করার শর্তে ওই শ্রমিক জানান, বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করার কথা থাকলেও বেশিরভাগ দিনই সন্ধ্যা ৬টা
থেকে সাত পর্যন্ত কাজ করানো হয়। কিন্তু এর কেনো বোনাস দেয়া হয় না। কোনো শ্রমিক বোনাসের কথা বললে তাকে মালিকের লোকজন গালিগালাজ করে। মাঝে মধ্যে মারধরও করে বলে অভিযোগ করেছে শ্রমিকরা।

চলতি বছরের ১০ জুন বেতন ও নিজেদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছিল কারখানটির শ্রমিকরা। মে মাসের বেতন না পেয়ে শ্রমিকরা অবরুদ্ধ করে রাখে কারখানাটির চিফ অ্যাকাউন্টেন্ট সুব্রত দাসকে। শ্রমিকদের আন্দোলনের মুখে মালিকপক্ষ ১৮ জুন পর্যন্ত সময় নেয়। কিন্তু ১৮ জুনও বেতন দেয়নি মালিকপক্ষ। তারপর আবার বেতন ২২ জুন পর্যন্ত সময় নেওয়া হয়। কিন্তু ২২ জুন মালিকপক্ষ বেতন দিবে কিনা তা নিয়ে আশঙ্কায় আছেন‍ শ্রমিকরা।

এসব তথ্য বাংলানিউজকে জানিয়েছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক তপন সাহা।

শ্রকিদের শারীরিক ও মানসিক নির্যানের কথা স্বীকার না করলেও বেতন প্রদানে বিলম্ব, উপার্জিত ছুটির অর্থ না দেয়া ও হাজিরা বোনাস না দেয়ার কথা‍ বাংলানিউজের কাছে স্বীকার করেছেন কারখানার মালিকপক্ষের প্রতিনিধি চিফ
অ্যাকাউন্টেন্ট সুব্রুত দাস।

তিনি বাংলানিউজকে বলেন, আরএম ফ্যাশন বর্তমানে অর্থনৈতিক সমস্যায় আছে। তাই বেতন দিতে দেরি হচ্ছে। আমরা শ্রমিকদের কাছ থেকে ২২ জুন পর্যন্ত সময় নিয়েছি। আশা করছি, এর মধ্যে আমরা তা পরিশোধ করতে পারবো।

তিনি জানান, উপার্জিত ছুটির অর্থ প্রদানের বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। আলোনার ভিত্তিতে উপার্জিত ছুটির অর্থ প্রদান করা হবে। হাজিরা বোনাসের টাকা দেয়া বাধ্যতামূলক না। তবে শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়ে শ্রমিকরা যে অভিযোগ তুলেছেন তা ঠিক না বলে দাবি করেছেন তিনি।

বাংলাদেশ সময় : ০২৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ইউএম/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।