ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেরা কর্মকর্তাদের পুরস্কার দিলো বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
সেরা কর্মকর্তাদের পুরস্কার দিলো বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত

ঢাকা: গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে কর্মকর্তাদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। ২০১৩ সালের নির্বাচিতদের এ পুরস্কার দেওয়া হয়।



সোমবার (২২ জুন) ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিবি গভর্নর ড. আতিউর রহমান এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, কাজের মান ও কর্মদক্ষতা বাড়ানো, কর্মসহায়ক ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির মাধ্যমে আমরা একটি দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে চাই।

এ লক্ষ্যে কর্মকর্তাদের উৎসাহ দিতে ২০০৬ থেকে প্রতি বছর তাদের কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানান ড. আতিউর রহমান।
গভর্নর বলেন, কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবে। দিনে-দিনে তা বিশ্বমানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবেও আত্মপ্রকাশ করবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ২৩ কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন- চিফ ইকোনমিস্টস ইউনিটের উপ মহাব্যবস্থাপক ড. মো. এজাজুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের উপ মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ আমির হোসেন, একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টর উপ পরিচালক মো. রাশেদুল ইসলাম, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-২ এর সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) মো. সেলিম মাহমুদ, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টর যুগ্ম পরিচালক মাসুমা সুলতানা, ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশনের উপ মহাব্যবস্থাপক শান্তি রঞ্জন সাহা, যুগ্ম পরিচালক মো. আরিফুজ্জামান ও মুহম্মদ মাহফুজুর রহমান খান, উপ পরিচালক অশোক কুমার কর্মকার, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ মহাব্যবস্থাপক রূপ রতন পাইন, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের উপ পরিচালক শামীমা শারমীন, মোহাম্মদ মুজাহিদুল আনাম খান, এন এইচ মনজুরে মওলা, সুমন্ত কুমার সাহা, কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের যুগ্ম পরিচালক একেএম সাইদুজ্জামান, উপ পরিচালক মো. ফেরদাউস হোসেন ও ইসমেৎ ক্বয়েস, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট সেলের উপ পরিচালক হাসান তারেক খান, আইটিওসিডি’র সিনিয়র সিস্টেমস অ্যানালিস্ট মো. অহিদুল ইসলাম সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম পরিচালক মো. আব্দুল ওয়াহাব ও উপ পরিচালক মো. ওমর ফারুক, অ্যাসিস্ট্যান্ট সিস্টেমস অ্যানালিস্ট মো. রেজাউল করিম ও মো. কামরুল হাসান।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে সম্মাননাপত্র, স্বর্ণপদক এবং রৌপ্যপদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।