ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সওজে যুক্ত হচ্ছে ১৩৭ ট্রাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
সওজে যুক্ত হচ্ছে ১৩৭ ট্রাক ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ টন ধারণ ক্ষমতার ১৩৭টি ট্রাক কিনবে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। ৩৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও মহাসড়ক পরিবহন বিভাগের আওতায় এ ট্রাকগুলো কেনা হবে।



চলতি বছরের জুলাই থেকে ২০১৭ সালের জুনের মধ্যেই‍ দরপত্র (টেন্ডার) আহ্বানের মাধ্যমে ট্রাকগুলো কেনা হবে বলে সওজ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সওজ’র আওতায়  ১৮টি যান্ত্রিক বিভাগসহ বর্তমানে ৬৫টি সড়ক বিভাগ এবং ১৩৭টি সড়ক উপ-বিভাগ রয়েছে। এসব বিভাগের যে ট্রাক রয়েছে সেগুলো অনেক পুরনো। যা রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল ও অলাভজনক।

এ জন্য সড়কের ১৩৭টি উপ-বিভাগে একটি করে নতুন ট্রাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সড়কের নিয়মিত (রুটিন) ও জরুরি মেরামতের কাজে ব্যবহার করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) ঊর্ধতন কর্মকর্তা তোফাজ্জল হক বাংলানিউজকে বলেন, সড়ক মেরামতের কাজের জন্য ১৩৭টি উপ-বিভাগে একটি করে ট্রাক দেওয়া হবে। এ বিষয়ে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমআইএস/এএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।