ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  লাঠি মিছিল করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত্ব আলীম জুট মিলের শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় আটরা শিল্পাঞ্চলে জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির উদ্যোগে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।


 
এতে উপস্থিত ছিলেন আলীম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির আহবায়ক মো. আব্দুর রশিদ, মিলের সিবিএর সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম লিটু প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ব কোনো মিল, কলকারখানা বেসরকারি মালিকানায় দেওয়া হবে না বলে ঘোষনা দিলেও একটি প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে খুলনার সরকারি আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হচ্ছে। তারা মিলটি মালিকের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এছাড়া শ্রমিক-কর্মচারীরা রক্ত দিয়ে হলেও এ মিলকে ব্যক্তি মালিকানায় দিতে দেবে না বলে অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।