ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন-লে মেরিডিয়ান চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
গ্রামীণফোন-লে মেরিডিয়ান চুক্তি

ঢাকা: বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ যোগাযোগ সুবিধা দেওয়ার জন্য গ্রামীণফোন সম্প্রতি হোটেল লে মেরিডিয়ান ঢাকার সাথে  চুক্তি সই করেছে।
 
আন্তর্জাতিক হোটেল চেইন লে মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।


 
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয় বলে গ্রামীণফোন বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
 
লে মেরিডিয়ান ঢাকার পারচেজিং ম্যানেজার শেখ ইফতেখার আহমেদ, ডিরেক্টর সেলস আনোয়ার হোসেন, মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার জাইরিন সুলতানা লুপা, গ্রামীণফোনের হেড অফ বিজনেস সেলস ঢাকা বাকী বিল্লাহ, লিড ম্যনেজার বিজনেস সেলস মাহবুবুর রহমান চৌধুরী এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার তারেক রায়হান সিদ্দিকী চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমআইএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।