ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩৯ ও ৭৯ টাকা রিচার্জে রবির সেরা কল রেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
৩৯ ও ৭৯ টাকা রিচার্জে রবির সেরা কল রেট

ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ‘৩৯ অথবা ৭৯ টাকা রিচার্জে সেরা কল রেট’ নামে আকর্ষণীয় এক ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পাবেন সবচেয়ে কম খরচে কল কথা বলার সুযোগ।


 
শুধু ৩৯ অথবা ৭৯ টাকা রিচার্জে গ্রাহকরা রবি থেকে রবিতে রাত ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি সেকেন্ডে আধা পয়সা এবং বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতি সেকেন্ডে ১ পয়সা রেটে কথা বলতে পারবেন।
 
পাশাপাশি রবি থেকে অন্য অপারেটরে দিন-রাত ২৪ ঘণ্টা প্রতি সেকেন্ডে মাত্র ১ পয়সা কল রেট উপভোগ করবেন গ্রাহকরা।
৩৯ ও ৭৯ টাকা রিচার্জের মেয়াদ যথাক্রমে ৭ ও ৩০ দিন।
 
বিশেষ কল রেটের পাশাপাশি ৭৯ টাকা রিচার্জে ৭৯ মেগাবাইট ইন্টারনেট দিচ্ছে রবি। জানুয়ারি ২০১৫ উইন ব্যাক, হুটহাট চমক ৩২, ২৮ বা ৫৮ টাকা ডাবল বোনাস রিচার্জ অফারের অন্তর্ভুক্ত গ্রাহক ছাড়া রবির যে কোনো প্রি-পেইড গ্রাহক এ আকর্ষণীয় অফারটি উপভোগ করতে পারবেন।
রিচার্জের পর পরই অফারটি চালু হয়ে যাবে। অফারের মেয়াদ শেষে গ্রাহকরা আবার তার আগের প্ল্যানেই ফিরে যাবেন বলে রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।